
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, আমরা জাতীয় পার্টির কার্যালয়ে আগুন লাগার সংবাদ পেয়েছি। আমাদের ইউনিট এখনও বের হয়নি, প্রস্তুতি চলছে। যেহেতু এটি সহিংসতার আগুন, তাই অনুমতি সাপেক্ষে ঘটনাস্থলে যাওয়া হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীরা প্রথমে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। ভাঙচুর শেষে আগুন দেওয়া হয়। ঘটনার পর সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।