ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ০৯:৫০:৫৫ AM

দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে চায় বিএনপি: দুদু

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-01-2025 09:12:09 PM
দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে চায় বিএনপি: দুদু

বিএনপি বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চায়, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চায় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। মেরুকরণ যাইহোক জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব বলেন।দুদু বলেন, বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রত্যাশায়।বিএনপির এই নেতা আরও বলেন, এদেশের  একটি মহল পাকিস্তান আমলে পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বলেছিল তারা এবং পাকিস্তান সেনাবাহিনী দেশপ্রেমী। এখন আবার তারা বলছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা দেশ প্রেমিক। আমরা কোনটা বিশ্বাস করব? পাকিস্তান আমলেরটা নাকি বর্তমানের টা? তাদের কাছে অনুরোধ, কথা পরিষ্কার করেন কোনটা বিশ্বাস করব।নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে বিএনপির অঙ্গ সংগঠন সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রচুর কাজ করতে হবে। মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। আমরা সেই দল করি, সে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। আমরা ৭১ এর মুক্তিযুদ্ধে যাদেরকে পরাজিত করেছি তাদের কিছু অংশ বর্তমানে দেশে নানান ধরনের প্রোপাগান্ডা, কর্মকাণ্ড চালাতে পারে সেই দিকে আমাদেরকে সজাগ থাকতে হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুসারী। তারেক রহমান এমন একজন নেতা যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরও তিনি হাজার হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে সংগঠিত করে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তিনি প্রমাণ করেছেন, তিনি একজন দেশ প্রেমিক, যোগ্য নেতা।

কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, আগামীর সরকার হবে বিএনপি সরকার। আমরা প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমানকে পেয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পেয়েছি। আগামীতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে চাই। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি। গণতন্ত্রের বাংলাদেশ, কৃষক শ্রমিক মেহনতি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের কারিগর হবে তারেক রহমান।

সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।