ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ০৯:৪৭:৪৬ AM

আওয়ামী লীগ আমাদের অনেককে গুম করেছে:দুদু

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-01-2025 09:02:15 PM
আওয়ামী লীগ আমাদের অনেককে গুম করেছে:দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমরা সব সময় জনগণের কাতারে ছিলাম। যার কারণে বিএনপি সহ অঙ্গ-সংগঠনের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। তারা (আওয়ামী লীগ) আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। তারপরও আমরা জনগণের কাতারে আছি। এবং সব সময় জনগণের পাশে থাকব। জনগণের কাতারে থাকতে আরও সুসংগঠিত হতে হবে,’ বলেন তিনি।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব বলেন।দুদু বলেন, ‘আমরা যে পরিবর্তনের মুখোমুখি হয়েছি। সেই পরিবর্তনের প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া অর্থাৎ আমাদের গণতন্ত্রে উত্তরণের যে পথ সেই পথ হচ্ছে নির্বাচন। দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কারণ আমাদের নেতা বিএনপির অ্যাকটিভ চেয়ারপারসন তারেক রহমান পরিস্কারভাবে বলেছেন—সামনের নির্বাচন কঠিন হতে পারে।’তিনি আরও বলেন, ‘এই নির্বাচন (আগামী নির্বাচন) অত সহজ নাও হতে পারে। যদি আমরা মনে করি, হাসিনা ও তার এমপি-মন্ত্রী পালিয়েছে; অতএব আমাদের জন্য সহজ হবে। কিন্তু তা না, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে, প্রতিটি সংগঠনের নেতাকর্মীদের আরো একটিভ হতে হবে।’

আমাদের দেশকে নিয়ে এখনো বাহির থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘হাসিনা, রেহেনা ও তার পরিবার আমাদের দেশের অর্থনীতি একেবারেই ধ্বংস করে ফেলেছে। ব্যাংক লুটপাট করেছে। অতএব এক কথায় মুজিব পরিবার বাংলাদেশে অর্থনীতি একেবারে লুটপাট করে নিয়ে গেছে।’

বিগত নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিগত তিনটি ভুয়া নির্বাচন করেছে আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার সমর্থন দিয়েছে। তাই আমাদেরকে তৈরি থাকতে হবে। তৈরি হতে হবে একটি সুস্থ নির্বাচনের জন্যে। সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর একটি সরকার প্রতিষ্ঠার জন্য।’ 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আমরা সব সময় জনগণের কাতারে ছিলাম। যার কারণে বিএনপি সহ অঙ্গ-সংগঠনের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। তারা আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। তারপরও আমরা জনগণের কাতারে আছি। এবং সব সময় জনগণের পাশে থাকব।’ 

তিনি আরও বলেন, ‘জনগণের কাতারে থাকতে আরও সুসংগঠিত হতে হবে। জনগণের জন্য কি কাজ করেছি আর কি কাজ বাকি আছে তা আইডেন্টিফাই করতে হবে। সবসময় একটা বিষয় খেয়াল করতে হবে। আমরা জনগণের দল, সব সময় জনগণের জন্য কাজ করে যাব।’

পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এবং বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদে পরিচালনায় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। 

আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক আমিনুল ইসলাম, বিএপি নির্বাহী কমিটর সদস্য রিনা পারভীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, এ্যাড. আদম সুফি, এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।