নৌ পথে অপরাধ দমন ও পারষ্পারিক সহযোগিতার লক্ষ্যে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি, শিবচর মাদারীপুর এর উদ্যোগে ফাঁড়ি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ জানুয়ারী) দুপুরে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম খান, পুলিশ উপ-পরিদর্শক মোঃ নাদিমুল হক নোমান, শহিদুল ইসলাম বাশার। নদীপথে ডাকাতি, চাদাঁবাজি হৃাসকরণের লক্ষ্যে এবং ঝাটকা মাছ ধরা হতে বিরত করণে সচেতনতায় ছিল এই আলোচনা সভার প্রধান উদেশ্য। এ সময় বক্তারা বলেন, পুলিশ ইচ্ছে করলেই সমাজের সকলের সহযোগিতা ব্যতীত নদীপথের অপরাধ দমন করতে পারবে না। অপরাধমুক্ত নৌ পথ গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
নদী পথে ডাকাতি ও চাঁদাবাজি এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে ভবিষ্যতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উক্ত আলোচনা সভায় উপস্থিত সবাই । নৌ পথে মানুষের যে কোন সমস্যায় নৌ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করা জন্য আহবান জানান পুলিশ কর্মকতারা।