ঢাকা, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫,
সময়: ০৭:৩১:৪৬ AM

পরিবর্তন হচ্ছে পুলিশ,র‍্যাব ও আনসার পোশাক

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-01-2025 01:49:19 PM
পরিবর্তন হচ্ছে পুলিশ,র‍্যাব ও আনসার পোশাক

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মিলতে পারে।ইতিমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে বলে সূত্র জানিয়েছে।হাসিনার সরকার পতনের পর সাতদিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর বাহিনীটিকে সচল করতে অন্তর্র্বতী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা।