ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০৮:৩৬:৩১ AM

বরিশালে বিএনপির ৮ শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা সংবাদদাতা।। দৈনিক সমবাংলা
25-07-2024 12:27:53 PM
বরিশালে বিএনপির ৮ শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৮ শতাধিক জনকে আসামি করা হয়।বুধবার (২৪ জুলাই) মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন সেরনিয়াবাত বাদী হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক।বিএনপির একটি সূত্র জানিয়েছে, বরিশাল বিএনপির শীর্ষ নেতাদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে।এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মহানগর বিএনপি গত শুক্রবার বিকেলে নগরীর সিএন্ডবি রোডে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিএডিসি কার্যালয়ে সামনে পৌছলে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মোটরসাইকেল বহর এসে হামলা চালায়।এসময় বিএনপি পাল্টা প্রতিরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সাদিক আবদুল্লাহকে ঘিরে ফেলে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে কুপিয়ে জখম করা হয়।