ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সময়: ০২:২৫:০৬ PM

ইউরোপের বড় ঈদ জামাত পর্তুগালের লিজবনে

হাফিজ আল আসাদ পর্তুগালের লিসবন থেকে
12-04-2024 12:07:12 PM
ইউরোপের বড় ঈদ জামাত পর্তুগালের লিজবনে

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮ টায় বুধবার (১০ এপ্রিল)  পর্তুগালের রাজধানী লিসবনে এবং পর্তু শহরসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিসহ ধর্মপ্রাণ মুসলমানরা।যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর থেকে প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় লিসবনে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় লিসবনে মাতৃমনিজ পার্কে এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হয় প্রায় ৭ হাজারের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।লিসবনের বৃহত্তম জামাতের পূর্বে সূচনা বক্তব্য দেন ইসলামিক সেন্টার বায়তুল মোকাররামের সানী ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। খুতবাহ পাঠ ও নামাজ পড়ান মার্তিম মনিজ ছোট মসজিদের ইমাম মাওলানা আলা উদ্দীন। নামাজ শেষে ফিলিস্তিনসহ বিশ্বর মুসলিম উম্মার জন্যে বিশেষ মোনাজাত করা হয়।