ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সময়: ০৩:৪৫:৪৪ PM

মেহেরপুরে স্বাধীনতা দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি:
26-03-2024 04:14:50 PM
মেহেরপুরে স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনে মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালন। দিবসটি উলক্ষে প্রত্যুশে ৩১ বার তপোধ্বনরি মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধ এবং গণকবরে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: শামীম হাসান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস এম নাজমুল হক, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আব্দুস ছালাম, পৌর পরিষদের পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন শহীদদের পুষ্পার্ঘের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর একে একে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থান সমুহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮ টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো: শামীম হাসান। পরে পুলিশ, আনছার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে অংশ নেয়। শরীর চর্চায় মুক্তিযুদ্ধ ভিত্তিক মানব স্মৃতিস্তম্ভ, নাটিকা তুলে ধরে শিক্ষার্থীরা, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।