ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪,
সময়: ০৮:৪৩:৫৯ PM

'ফিলিস্তিনের আর্তনাদ' বইয়ের মোড়ক উন্মোচন

এস এম মনিরুল ইসলাম,সাভার:
21-11-2024 08:43:59 PM
'ফিলিস্তিনের আর্তনাদ' বইয়ের মোড়ক উন্মোচন

বই পড়ি জীবন গড়ি, দেশ গড়ার শপথ করি'-এই স্লোগানকে সামনে রেখে অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন উদ্দিন এর তৃতীয় কাব্যগ্রন্থ "ফিলিস্তিনের আর্তনাদ" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।১৭ই জানুয়ারি বুধবার সন্ধ্যায় সাভারের শিমুলতলা এলাকার এম.কে টাওয়ার কনভেশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি'র চিফ কনসালটেন্ট এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর কবির এর সঞ্চালনায় ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহা. সাইফুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ, জাবাল-ই-নূর ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল আবুল হোসেন, ল্যাব জোন হাসপাতাল (প্রা:) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াকিলুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সাভার সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রিন্স এডুকেশন গ্রুপের চেয়ারম্যান রাসেল উদ্দিন প্রিন্স, জাবাল-ই-নূর আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ সালাম মাদানী, জাবাল-ই-নূর মডেল  মাদ্রাসার প্রিন্সিপাল এডভোকেট মাওলানা মোক্তার হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মারুফ বিল্লাহ।

 

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন জাবাল-ই-নূর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ও মালিহা পারভেজ।

 

জাবাল-ই নূর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ ও "ফিলিস্তিনের আর্তনাদ" এর লেখক মুহাম্মদ হোসাইন উদ্দিন বলেন, দীর্ঘ বছর যাবত ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েল নিপিড়নের বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু আমরা ফিলিস্তিনে গিয়ে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে পারবো না, তাই আমাদের সবারই ইমানি দায়িত্ব যার যার  জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো। আমি জানি না কতটা বইটির মাধ্যমে তুলে ধরতে পেরেছি তা পাঠকরাই বলতে পরবে।