ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সময়: ০৩:৩৩:৫৪ PM

পর্তুগালে দূতাবাসে প্রবাসী দিবস উদযাপন

পর্তুগাল করেসপন্ডেন্ট।।দৈনিক সমবাংলা
23-11-2024 03:33:54 PM
পর্তুগালে দূতাবাসে প্রবাসী দিবস উদযাপন

পর্তুগালের বাংলাদেশ দূতাবাস  যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে। দূতাবাস প্রাঙ্গনে দিবসটি উদযাপন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই দূতাবাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি সহ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এরপর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়।জাতীয় প্রবাসী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় বক্তারা দিনটির তাৎপর্যতুলে ধরেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তাঁর সমাপনী বক্তব্যে পর্তুগালে বসবাসকারী এবং কর্মরত সকল প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিবাদন জানান। তিনি বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকান্ডে প্রবাসীদের বিনিয়োগ এবং অবদান রাখার আহবান জানান।সবশেষে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।দূতাবাসে আয়োজিত জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ, প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।