ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৮:০৪:৫৫ PM

সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি:সিইসির ঘোষণা

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
11-12-2025 06:56:50 PM
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি:সিইসির ঘোষণা

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাইয়ে ঘোষিত জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। সিইসির এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হয়।

তফসিলের প্রধান দিকসমূহ

  • মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি

  • আপিল দাখিল: ১১ জানুয়ারি

  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি

  • প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি পর্যন্ত

  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

  • প্রচারণা শুরু: ২২ জানুয়ারি

  • প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা

  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, সারা দেশের ৩০০ আসনে

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৯৩ জন। প্রবাসী বাংলাদেশিরাও এবার ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতি আহ্বান

সিইসি রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে বলেন,
“আসুন, আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন করি। ভোটারদের আস্থা অর্জনই হোক সবার লক্ষ্য।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এবং কোনো ধরনের শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর এ তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার আগের দিন বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।