ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৫:০০:৩৪ PM

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসি’র

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-12-2025 04:01:01 PM
১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসি’র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে বলে সোমবার (৮ ডিসেম্বর) ইসি সূত্রে জানা গেছে।তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে রেকর্ড সংরক্ষণের জন্য বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) চিঠিও দিয়েছে কমিশন। এক নির্বাচন কমিশনার জানান, ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দু-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল ইসি।

সিইসি নাসির উদ্দিন বলেন, গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণা চালাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মক ভোটিং আয়োজন প্রসঙ্গে সিইসি জানান, জনগণকে ব্যালট প্রক্রিয়া বোঝানো এবং দুই ব্যালটে সময় কত লাগে—তা মূল্যায়ন করতেই এ উদ্যোগ।