ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৪:৫১:৫৪ AM

যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
07-12-2025 06:56:17 PM
যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান

যেকোনো মূল্যে দেশের দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৭ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, “যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে। না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। যদি সরকার গঠন করতে পারি, তবে শুরুতেই দুর্নীতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে।” তিনি দাবি করেন, দেশে দুর্নীতি প্রতিরোধে সক্ষম একমাত্র দল হলো বিএনপি। অতীতেও বিএনপি এ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখতে পারবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের বিভিন্ন সংকটকালে দলটি ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করেছে। দেশকে স্বাধীন করতে লাখো মানুষ প্রাণ দিয়েছেন—এই দেশ গড়তে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

স্বৈরাচারী শাসনামলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, এখনো একটি দল একইভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, ওই দলের দুইজন নেতা বিএনপির আমলে মন্ত্রী ছিলেন এবং তারা শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন—দুর্নীতির বিরুদ্ধে তাঁদের অবস্থানের কারণেই।

তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “সামনে অনেক কঠিন সময় আসছে। প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে।”

অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে সমালোচনা করে তারেক রহমান বলেন, “যারা বলে অন্যদের দেখেছেন, এবার আমাদের দেখুন—মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে। কীভাবে তারা লাখো মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।”

রাজনীতিতে ‘বেহেশতের টিকিট’ দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, “বেহেশত বা দোজখ দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। এসব দাবি যারা করে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার।”