জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া ‘ডেইজি’ নামের সিংহীটি দুই ঘন্টার চেষ্টা ফের খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়েছে। আর এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিড়িয়াখানার লায়ন মাঠ এলাকার একটি খাঁচা থেকে সিংহীটি বেরিয়ে যায়। তবে খাঁচার সামনে থাকা উঁচু বেস্টনির কারণে সিংহীটি লোকালয়ে যেতে পারেনি।নাম প্রকাশ করার না করার শর্তে চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেন, ‘চিড়িয়াখানার লায়ন মাঠ এলাকার খাঁচা থেকে সিংহীটি বেরিয়ে যায়। হয়তো খাঁচার কেচি গেট বা তালা খোলা ছিল। কিন্তু সিংহীটি লোকালয়ে আসেনি। যে জায়গায় সিংহীটি রয়েছে, সেখানে দর্শনার্থী প্রবেশ করে না।’ওই কর্মকর্তা আরও জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সিংহীটিকে অচেতন করা হয়।জাতীয় চিড়িয়াখানার উপ-পরিচালক মানছুরা হাছিন বলেন, ‘চিড়িয়াখানায় যতগুলো মাংসাশী প্রাণী রয়েছে সেগুলোর প্রতিটির ক্ষেত্রে দুটি করে খাঁচা থাকে। সিংহের ক্ষেত্রেও দুটি খাঁচা রয়েছে। এই সিংহীটি প্রথম খাঁচা থেকে বের হয়ে দ্বিতীয় খাঁচার ভেতরে অবস্থান করছে।’ নাম প্রকাশ করার না করার শর্তে চিড়িয়াখানার একজন কর্মকর্তা জানান, যে সিংহীটি খাঁচা থেকে বেরিয়ে গিয়েছিলো সেটির নাম ‘ডেইজি’। এরই মধ্যে সিংহীটিকে ফের খাঁচার মধ্যে ঢোকানো হয়েছে।