ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫,
সময়: ০৪:২০:৫১ AM

শত্রুরা ফের মাথা তুলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
02-11-2025 06:05:57 PM
শত্রুরা ফের মাথা তুলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শত্রুরা আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা ও হতাশার সুযোগে তারা নৈরাজ্য সৃষ্টি করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।রোববার (২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। দেশবিরোধী শক্তির চক্রান্তে তিনি বন্দি ছিলেন। সেদিন দেশপ্রেমিক সৈনিক ও জনগণের ঐক্যই তাকে মুক্ত করেছিল, যা বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।

তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ‘বটমলেস বাস্কেট’ তকমা থেকে বেরিয়ে এসে সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত হয়। তার সময়েই বাংলাদেশের পুনর্জাগরণ শুরু হয়, দেশ আত্মপ্রকাশ করে এক ‘ইমার্জিং টাইগার’ হিসেবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান ছিলেন জাতির ইতিহাসের এক ক্ষণজন্মা পুরুষ। অথচ পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে একদলীয় বাকশাল শাসন প্রতিষ্ঠিত হয়, যার ফলে প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির কারণে ১৯৭৪ সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শেই আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন। তারেক রহমান প্রবাসে থেকেও গণতন্ত্র ও স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নিচ্ছেন।

শেষে মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই জেগে ওঠে জাতির চেতনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন সামনে রেখে আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।”