ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫,
সময়: ১২:৫৭:৫৭ AM

তারেক রহমানের পক্ষে নীরকে সহায়তা আমিনুল হকের

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
23-10-2025 08:19:53 PM
তারেক রহমানের পক্ষে নীরকে সহায়তা আমিনুল হকের

দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা নীরের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে মনন রেজা নীরের বাসায় গিয়ে এই সহায়তা প্রদান করেন তিনি।মনন রেজা নীর চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার বিশ্বকাপ অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানের সময় আমিনুল হক বলেন, “বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় এই প্রতিভাবানদের পাশে থাকার চেষ্টা করি। তাদের শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, “তারেক রহমান খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দেন। আগামী প্রজন্মের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার জন্য তিনি বাস্তবমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। মনন রেজা নীরের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।”

 

কৃতজ্ঞতা প্রকাশ করে মনন রেজা নীর বলেন, “ওয়ার্ল্ড কাপে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এই সময়ে পাশে থাকার জন্য আমি বিএনপি ও তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।