
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে দলের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।রোববার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হলো। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা যাচ্ছে।”দলীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও নীতিনির্ধারণ বিষয়ক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নিয়োগে দলের আন্তর্জাতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।