ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫,
সময়: ০৬:০১:২৬ PM

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা: ইসি সচিব

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
20-10-2025 03:01:59 PM
ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সমন্বয় ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,

“নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখন দেশে বিদ্যমান। সেনাবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের প্রায় দেড় লাখ সদস্য এবং আনসারের প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য নির্বাচনকালে দায়িত্বে থাকবেন।”

সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনার কারণে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে—এ বিষয়ে তিনি বলেন,

“সভায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি।”

লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি প্রসঙ্গে তিনি আরও জানান,

“লুট হওয়া অস্ত্রের প্রায় ৮৫ শতাংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”