ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫,
সময়: ১১:৪৪:০৬ PM

জুলাই সনদ স্বাক্ষরের পর যা জানালো জামায়াত

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
17-10-2025 08:58:43 PM
জুলাই সনদ স্বাক্ষরের পর যা জানালো জামায়াত

জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে ঐকমত্যে পৌঁছেছি, তবে এর আইনি ভিত্তি এখনো নিশ্চিত হয়নি। সরকারের উচিত দ্রুত তা নিশ্চিত করা।”শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।এদিকে জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “পাঁচদিন ধরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সমাপনী সেশনে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাহেব ‘কনক্লুশন’ উপস্থাপন করেছিলেন। সেখানে তিনি বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর একটি সুপারিশমালা তৈরি হবে—যার খসড়া অংশগ্রহণকারী দলগুলোকেও সরবরাহ করা হবে। কিন্তু আমরা বারবার যোগাযোগ করেও তা পাইনি। আজও কথা বলেছি, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটি এখনো জাতির কাছে অস্পষ্ট রয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়েছি—সনদকে আইনি ভিত্তি দিতে হবে। যদি আইনি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এই সনদের বিপ্লবী চেতনা ও ঐকমত্যের মাধ্যমে সংস্কারের যে উদ্দেশ্য, তা বিফল হবে এবং অনিশ্চয়তায় পড়বে। এজন্য আমরা আগেও বলেছি—সরকারকে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করতে হবে এবং প্রয়োজনে গণভোটের মাধ্যমে এটি টেকসই করতে হবে।”

ডা. তাহেরও একইভাবে আইনগত স্বীকৃতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “সনদে স্বাক্ষর করা হলেও আইনি স্বীকৃতি না থাকায় এর কার্যকর প্রয়োগ এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে, তা যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি সরকার বিলম্ব করে বা ভিন্ন কোনো পথে যায়, তবে তা ‘জুলাই সনদ’-এর চেতনার সঙ্গে জাতীয় গাদ্দারি হিসেবে বিবেচিত হবে এবং এতে নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি হতে পারে।”