ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫,
সময়: ০৯:০৩:৩১ AM

ঐক্যের সুরে নির্বাচনের আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
17-10-2025 08:28:41 PM
ঐক্যের সুরে নির্বাচনের আহ্বান প্রধান উপদেষ্টার

ঐক্যের সুরে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের পথে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আসন্ন নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর নেতাদের বসে একটি সনদ প্রণয়ন করা উচিত।শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের পর দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, “আজ যে সনদ স্বাক্ষরিত হলো, তা থেকে বহু দেশ শিখতে আসবে—আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা একটি উদাহরণ সৃষ্টি করেছেন, আরও বহু উদাহরণ সৃষ্টি করতে পারবেন। আমরা যেন সেই পথেই এগিয়ে যাই। নির্বাচনের কথা আমরা বলেছি, আজ যে ঐক্যের সুর বাজালাম—সেই সুর নিয়েই নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং এই ঐক্য যেন অটুট থাকে। আজকের মতোই রাজনৈতিক নেতারা বসে নির্বাচনের ব্যাপারেও একটি সনদ তৈরি করুন—কীভাবে নির্বাচন সুন্দরভাবে করা যায়।”তিনি আরও বলেন, “যেমন তেমন করে নির্বাচন করলে তো পুরনো জায়গায় ফিরে যাওয়া ছাড়া কিছুই হবে না। কথা লিখে লাভ নেই যদি তা কাজে না মানি। তাই আমার অনুরোধ—আপনারা ঐকমত্য কমিশন বা কমিটি গঠন করে বসুন, সিদ্ধান্ত নিন কীভাবে নির্বাচন উৎসবমুখর, সুন্দর ও ইতিহাসের স্মরণীয় করে তোলা যায়। যে সনদ আমরা আজ রচনা করেছি, সেই সনদের চেতনায় এই নির্বাচন হোক। নিজেদের নির্বাচন নিজেরাই করব—পুলিশ বা অন্য কারও ধাক্কাধাক্কির প্রয়োজন নেই। আমরা জানি কীভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হয়। সেটিই হোক জাতির ও বিশ্বের জন্য উদাহরণ।”

ড. ইউনূস বলেন, “আমরা ইনশাআল্লাহ পারব। আজ আমরা সেই পথের একটি চিহ্ন রেখে গেলাম। এই চিহ্ন ধরে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সেই শক্তি দিন। যারা দূরে আছেন, মন ঠিক করুন—ঐকমত্যের মাধ্যমে কঠিন কাজও সম্ভব, বর্বরতা থেকে সভ্যতার পথে আসা যায়—আজ আমরা তার প্রমাণ দিয়েছি। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সত্যিই সেই সভ্যতা অর্জন করেছি।”

রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের রাজনৈতিক নেতারা সেই পথ দেখিয়েছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ভবিষ্যতেও তারা যেন সেই পথেই থাকেন, নির্বাচনটি যেন এমনভাবে সম্পন্ন হয় যে আমরা সবাই বাহবা দিতে পারি। এমন নির্বাচন করব যাতে দুনিয়ার কেউ এসে বলতে না পারে—এখানে গোলমাল হয়েছে বা ঘাটতি আছে। বাইরের কারও পরামর্শের প্রয়োজন নেই; আমরা নিজেরাই সক্ষম। যারা এই সনদ রচনা করতে পেরেছি, তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্বের অন্য কোনো দেশের রাজনীতিবিদের চেয়ে কম নয়। তাই আমরা পারব, ইনশাআল্লাহ পারব।”

তিনি সবাইকে আহ্বান জানান, “সবাই দোয়া করুন—আমরা যেন ঐক্যের চেতনায় একটি সুষ্ঠু, সুন্দর ও উদাহরণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি।”