ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
সময়: ০৭:১৫:২০ PM

১৪ দলের শান্তি সমাবেশ বিকেলে

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
01-08-2025 07:15:20 PM
১৪ দলের শান্তি সমাবেশ বিকেলে

আজ শুক্রবার রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণে গণমিছিলের কর্মসূচি রয়েছে। একই দিনে শান্তি সমাবেশর করবে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আওয়ামী লীগের দফতর জানিয়েছে, শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী আমির কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।এছাড়া বক্তব্য রাখবেন ১৪ দলের শরীক জাতীয় নেতৃবৃন্দ।