ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫,
সময়: ০৭:৩৫:৫১ AM

ঐক্যবদ্ধ আন্দোলন বৃথা যাবে না: রিজভী

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
15-01-2025 07:35:51 AM
ঐক্যবদ্ধ আন্দোলন বৃথা যাবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে আসছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেকোনো সময় পতন ঘটবে। এসময় তিনি গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেন।মঙ্গলবার (২৭ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। এর আগে নবগঠিত গাজীপুর মহানগর বিএনপির কমিটি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

এসময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, মেহেদী হাসান এলিস, মাবুবল, আলম শুক্কুর, সুরুজ আহমেদ, বশির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, সালাউদ্দিন, আক্তার হোসেন, আব্দুর রহিম কালা, রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।