ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪,
সময়: ১১:২৭:১৫ PM

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো

স্টাফ রিপোর্টার
03-12-2024 11:27:15 PM
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো

গলফ খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গেলেন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে তো খেলতে পারবেন না। এ ইনজুরির কারণে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ^কাপ থেকেও  বেয়ারস্টো ছিটকে গেছেন  বলে   ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার লিডসে হ্যারোগেটের পান্নাল গলফ ক্লাবে গলফ খেলার সময় পা পিছলে পড়ে বাঁ পায়ের নিচের অংশে পায়ের ব্যাথা পান বেয়ারস্টো। আগামী সপ্তাহে একজন বিশেষজ্ঞ দেখাবেন বেয়ারস্টো। ধারনা করা হচ্ছে, তার পায়ে চিড় ধরেছে। আগামী ডিসেম্বরে পাকিস্তান সফরেও খেলা হবে না বেয়ারস্টোর।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে নিজেই এক পোষ্ট করে বেয়ারস্টো লিখেন, ‘নিকট ভবিষ্যতের সফর বা ম্যাচগুলোর জন্য দুর্ভাগ্যবশত আমাকে পাওয়া যাবে না। কারণ, একটি অদ্ভুত দুর্ঘটনায় পায়ের নিচের অংশে চোট পেয়েছি এবং এর জন্য অস্ত্রোপচার করাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে গলফ কোর্সে পা পিছলে ইনজুরিতে পড়ি আমি। আমি হতাশ। এই সপ্তাহে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের জন্য  শুভকামনা। আমি খুবই হতাশ! আমি আবার মাঠে ফিরবো।’