ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
সময়: ১১:৫৫:১৪ PM

বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াতের

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
13-12-2025 09:28:10 PM
বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াতের

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামী ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, এই দুটি দিন জাতির ইতিহাসে আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবের চিরন্তন স্মারক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে সকল শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করছি।

জামায়াত আমির আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার মুক্তির সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা গভীর সম্মান জানাচ্ছি। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া শহীদদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানোসহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী আজ এমন এক সময়ে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ও ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে, যখন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের শাসন অবসান হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতন, গুম-খুন ও অপশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। দেশের মানুষ শান্তি, স্থিতিশীলতা ও স্বচ্ছলতার প্রত্যাশা করছে। তবে দেশি-বিদেশি ফ্যাসিবাদী শক্তি এখনও থেমে নেই। তারা নানা ষড়যন্ত্র ও কূটকৌশলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এর প্রমাণ হিসেবে ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান, এই প্রেক্ষাপটে দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত একযোগে প্রতিহত করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে আলোচনা সভা, র‌্যালি ও দোয়ার মাধ্যমে ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ এবং ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শেষে তিনি ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশের সার্বিক সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।