ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৯:৩৬:৩৪ PM

”হাদীর ওপরে হামলা নির্বাচন বানচালের সংকেত”

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-12-2025 06:48:02 PM
”হাদীর ওপরে হামলা নির্বাচন বানচালের সংকেত”

ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদীর ওপরে হামলা নির্বাচন বানচাল করার একটা অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজকেই ঢাকা-৮ আসনের একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। ইনকিলাব মঞ্চের হাদী সাহেব। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটা আমি একটা অশনিসংকেত হিসেবে দেখতে পাচ্ছি, নির্বাচন বানচাল করার জন্য। সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের প্রার্থীকে গুলি করা হয়েছিল। আজকে আবার ইনকিলাব মঞ্চের আরেকজনকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নন্দা জানাচ্ছি, অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিএনপি এনপি মহাসচিব আরও বলেন, আমি সরকারকে আহ্বান জানাবো অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এ নির্বাচনটি যেন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, এরই মধ্যে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান এ ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের আহ্বান জানিয়েছে। আমরা মনে করি এটা একটা চক্রান্তের অংশ। এটা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করছি। ১৬ বছর আমরা একসঙ্গে লড়াই করেছি। আমরা একসঙ্গেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি ইনশাল্লাহ করবো। আমাদের যে কমিটমেন্ট আছে, নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব, সেই বিষয়ে আমাদের শক্তিশালী কমিটমেন্ট রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষেরই রায় দেবেন। বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবেন। এখানে উগ্রতার কোনো স্থান নেই। উগ্রতার স্থান থাকবে না। ভাসানী জনশক্তি পার্টির সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুজিবুল হক নান্নু ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।