ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৯:৩৮:৪৪ PM

হামলার প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-12-2025 06:42:30 PM
হামলার প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৩ ডিসেম্বর) এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ঘোষণা দেন।তিনি জানান, এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিতেই দল এ কর্মসূচি গ্রহণ করেছে।

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তখনই ওসমান বিন হাদীকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।