নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ প্রতিক্ষার পর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। তফসিল ঘোষণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হবে।’তিনি আরও বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আশা করি জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।’
জোবায়ের জানিয়েছেন, জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। তিনি বলেন, ‘৮ দলের শীর্ষ নেতারা শিগগির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন। আমাদের লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হওয়া, কত আসনে প্রার্থী দেবো তা গুরুত্বপূর্ণ নয়।’