ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০২:০৩:৫৪ AM

ধ্বংসাত্মক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

ধ্বংসাত্মক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত
08-08-2024 07:59:53 PM
ধ্বংসাত্মক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

দেশে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) তিন বাহিনীসহ নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এতে বলা হয়, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশপ্রধান (আইজিপি), র‍্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার সাক্ষাৎ করেন।  এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।