ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৮:৫৯:৫৬ AM

বাসায় ফিরছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
27-12-2024 08:59:56 AM
বাসায় ফিরছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া।  বৃহস্পতিবার (৪ মে)  বিকেলে বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি  ছিলেন। বিএনপির মিডিয়া সেল সদস্য সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে চার টায় বেগম জিয়া হাসপাতাল থেকে বাসার ফেরেন। এর আগে গত শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন বিএনপি চেয়ারপারসন। ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার। একই বছরের ১৫ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো হয়। ২৭ এপ্রিল কোভিড চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন।২০২১ সালের ২৫ অক্টোবর প্রথম অস্ত্রোপচার হয় খালেদা জিয়ার। পরে হঠাৎ অসুস্থ হয়ে গত বছরের ১১ জুন আবারও এভার কেয়ারে ভর্তি হন। ২৪ জুন হাসপাতাল থেকে বাসায় আসেন তিনি। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাচ্ছেন তিনি।