ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪,
সময়: ০৬:৫১:৩৩ PM

বিয়ের আগে শারীরিক সম্পর্ক কি ঠিক ?

ডেস্ক নিউজ।। দৈনিক সমবাংলা
21-11-2024 06:51:33 PM
বিয়ের আগে শারীরিক সম্পর্ক কি ঠিক ?

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। কেউ মনে করেন, বিয়ের আগে শারীরিক সম্পর্কে না জড়ানোই ভাল। কারও আবার মত একেবারে উল্টো। সম্প্রতি উটার ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটির গবেষকদের একটি নতুন সমীক্ষা দেখা গিয়েছে, বিয়ের আগে যৌনতা উপভোগ করলে ভবিষ্যতে বিবাহিত সম্পর্কে তার আঁচ পড়ে।সমীক্ষায় দেখা গিয়েছ যে, বিবাহিতদের মধ্যে ১০ থেকে ২০ শতাংশ সারা জীবনে কেবল স্ত্রীর সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। অন্যদের তুলনায় তাঁদের বিবাহিত জীবন অনেক বেশি সুখের। সমীক্ষা বলছে, যাঁদের অনেক শয্যাসঙ্গী রয়েছেন, তাঁদের তুলনায় যাঁদের এক জন যৌনসঙ্গী রয়েছেন, তাঁরা অনেক বেশি সুখী। বিবাহবিচ্ছেদের কথা তাঁদের মাথায় অনেক কম আসে।খুব অল্প সংখ্যক মানুষ আছেন, যাঁদের বহু সঙ্গী থাকা সত্ত্বেও বিবাহ নিয়ে ইতিবাচক কথা বলেছেন। রিপোর্টে দেখা গিয়েছে, তার মধ্যে ২৫ শতাংশ বিবাহিত ব্যক্তির পাঁচ থেকে ন’জন যৌন সঙ্গী ছিলেন এবং ১৪ শতাংশের ১০ জন বা তার বেশি সঙ্গী ছিলেন। অন্য দিকে, যাঁরা যৌনতার বিষয়ে বিয়ের আগে অনভিজ্ঞ ছিলেন, তাঁদের মধ্যে ৪৫ শতাংশ মনে করেন, তাঁদের বিয়ে দীর্ঘ দিন টিকবে। এমন ৮০ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা মানসিক ভাবে নিজেদের সঙ্গীর সঙ্গে অনেক বেশি যুক্ত।