ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সময়: ০৪:১৯:৫৩ AM

মা‌টিরাঙ্গায় ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

এ কে আজাদ, খাগড়াছ‌ড়ি জেলা প্রতি‌নি‌ধিঃঢাকাপ্রেস২৪.কম
26-11-2024 04:19:53 AM
মা‌টিরাঙ্গায় ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় (সরকা‌রি শুল্ক ফা‌ঁকি দি‌য়ে) অ‌বৈধ প‌থে আসা বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ আটক ক‌রে‌ছে খেদাছড়া ৪০ বিজিবি ব্যাটালিয়ন।বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল ) গ‌ভীর রা‌তে বিশ্বস্ত সূ‌ত্রের তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন অধীনস্থ চালিতাছড়া বিওপি’র কমান্ডার না. সুবে. মো. রমজান আলী, আইজিপিএসের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল মাটিরাঙা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর পশ্চিম চালিতাছড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ১৫ বস্তা ভারতীয় মালামাল আটক করে।

আটককৃত মালামাল এর ম‌ধ্যে রয়ে‌ছে ভারতীয় বিভিন্ন প্রকার ১৭১টি শাড়ী এবং ৩২৪টি থ্রিপিচ । যার বর্তমান সর্বমোট বাজার মূল্য ২৭ লাখ টাকা।খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স সাংবা‌দিকদের জানান, বিজিবি কর্তৃক আটককৃত শাড়ী এবং থ্রিপিচগুলো অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়ে‌ছে।