ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সময়: ০৪:৪২:২৮ AM

চাখারের ইউপি চেয়ারম্যান টুকু বরখাস্ত

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশার)প্রতিনিধি॥
26-11-2024 04:42:28 AM
 চাখারের ইউপি চেয়ারম্যান টুকু বরখাস্ত

অবশেষে জাসদ নেতা হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল  ইসলাম টুকুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে ১ নম্বর আসামী করে চাঞ্চল্যকর নৃশংস এ হত্যা মামলায় আদালতে পুলিশের অভিযোগপত্র (চার্জশীট ) দাখিলের  প্রায় ১০ বছর পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো।১৮ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক পত্র  বরিশাল জেলা প্রশাসক ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ইমেইলে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে ১৯ এপ্রিল বুধবার বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরীন তন্বী জানান, চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের এ্কটি পত্র ই-মেইলের মাধ্যমে তিনি পেয়েছেন।

ওই পত্রে উল্লেখ করা হয় যেহেতু বরিশালের বানারীপাড়ার চাখারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে ২০১৩ সালের ২০ জুলাই বানারীপাড়া থানায় ধারা ১৪৩/৩৪২/৩২৫/৩২৬/৩০২/৩৩৪ হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১২/১০০। একই বছরের ২৩ অক্টোবর  তাকে ১ নম্বর আসামী করে বানারীপাড়া থানার অভিযোগপত্র নম্বর- ১১৭, ধারা ৩০২/৩৪/১১৪ দন্ড বিধি অনুযায়ী ২৮ অক্টোবর বরিশাল বিজ্ঞ আদালতে গৃহীত হয়। তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টি কোনে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু বানারীপাড়ার চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় বরিশাল জেলা প্রশাসকের সুপারিশে স্থানীয় সরকার আইনের ৩৪’র (১) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য ২০১৩ সালের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে উপজেলা জাসদের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রোজাদার সৈয়দ হুমায়ুন কবিরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে ১ নম্বর আসামী করে ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হলেও দ্বিতীয় বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সম্প্রতি চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ্ ্উদ্দিন সোহেল এ ব্যপারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিবের বরাবরে লিখিত অভিযোগ দেন। এতে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকু ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেলের ওপর চরম ক্ষিপ্ত হয়ে  গত ১৪ এপ্রিল ্ইউনিয়ন পরিষদের সামনে  প্রকাশ্য দিবালোকে  তাকে হত্যা ও লাশ গুমের হুমকি দেওয়ায়  জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি সদস্য মেজবাহ্ ্উদ্দিন সোহেল ১৫ এপ্রিল দুপুরে বানারীপাড়া থানায় সাধারণ  ডাযেরী  করেন। এদিকে দেরীতে হলেও সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে চাখার ইউপির চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করায় নিহত জাসদ নেতা সৈয়দ হুমায়ুন কবিরের পরিবারসহ এলাকাবাসী স্বস্তি ও সন্তোষ প্রকাশ করে এখন মামলার রায়ে আসামীদের ফাঁসির দাবি জানিয়েছেন।