সাভারে সাংবাদিক নির্যাতনকারী ভয়ংকর প্রতারক, সমকামী, চাঁদাবাজ ও এক ডজনের অধিক মামলার আসামী মিঠুন সরকারকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে সাভারে কর্মরত সাংবাদিকরা। গত কয়েকদিন ধরে সাভারে কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছিল। গতকাল শনিবার সকালে এসব অপপ্রচারের প্রতিবাদে সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাভারে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সমকামী,প্রতারক মিঠুন সরকারকে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে সাভার প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়। বহিস্কার হওয়ার পর থেকেই মিঠুন সাভার প্রেসক্লাব ও সংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালিয়ে আসছে। মিঠুন সরকার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্নসহ থানায় মিথ্যা অভিযোগ দায়েরের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি ও হত্যার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। হত্যার হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে গত বুধবার রাতে সাভার মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায়, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের সাংবাদিক গোবিন্দ আচার্য্য এবং আরটিভির সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।
সাংবাদিকরা অভিযোগ করেন, মিঠুন সরকার একজন চিহ্নিত প্রতারক ও চাঁদাবাজ । তার বিরুদ্ধে মারধোর, হত্যাচেষ্টা, তথ্যপ্রযুক্তির অপব্যবহার, সমকামীতাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। এছাড়া এক ডজনেরও বেশী সাধারণ ডাইরী রয়েছে তার বিরুদ্ধে। তাই অবিলম্বে সন্ত্রাসী মিঠুন সরকারের গ্রেফতার করে শাস্তির দাবী জানান সাংবাদিকরা।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে ও তোফা সানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায়, সাভার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সাংবাদিক শেখ আবুল বাশার, নজমুল হুদা শাহীন, আব্দুল হালিম, গোলাম পারভেজ মুন্না, মোহাম্মদ ওমর ফারুক, ফাহাদ-ই আজম, জিয়াউর রহমান জিয়া, নাজমুল হুদা, ওমর ফারুক,এস এম মনিরুল ইসলাম, শম্ভু সরকার, সোহেল রানা প্রমুখ।