ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫,
সময়: ১১:৫২:০৭ AM

কুষ্টিয়ায় ২ কি.মি পানের বরজ পুড়ে ছাই

জেলা সংবাদদাতা।। দৈনিক সমবাংলা
10-03-2024 06:17:04 PM
কুষ্টিয়ায় ২ কি.মি পানের বরজ পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন আশপাশ এলাকার দুই কিলোমিটার ছড়িয়ে পড়েছে।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অনেক পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ, কয়েক কিলোমিটার পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।  আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকার পানের বরজে আগুন লাগে।  ভেড়ামারা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ভেড়ামারা, কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের টিম কাজ করছ। আগুন দুই কিলোমিটার ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।আগুনের সূত্রপাতের বিষয়েও তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, দুপুরে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজেও আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে।  তবে ওই এলাকায় পানি না থাকায় আমাদের রিজার্ভ পানি দিয়ে নেভানোর চেষ্টা করছিলাম। এছাড়া প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।  আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

 

বাহাদুরপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা জানান, রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।