ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫,
সময়: ১১:১১:১৮ AM

বাকেরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জেলা রিপোটার।। দৈনিক সমবাংলা
08-07-2025 11:11:18 AM
বাকেরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে হত্যাসহ ডাকাতির একাধিক মামলার পলাতক আসামি সহিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামির কাছ থেকে তিনটি ধারালো দেশীয় অস্ত্র, একটি লোহার শাপল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (১২ নভেম্বর) বিকেলে  বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।  এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে বাকেরগঞ্জ থানাধীন রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সহিদ খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সহিদ খান বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার ইসমাইল খানের ছেলে।  ওসি আফজাল হোসেন বলেন, এ পর্যন্ত সহিদের নামে বিভিন্ন থানায় পাঁচটি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে। এর মধ্যে ডাকাতির সময় হত্যার ঘটনার মামলাও রয়েছে।