ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সময়: ০৬:৫৪:২৮ AM

যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারে না:পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
26-11-2024 06:54:28 AM
যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারে না:পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রও চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়৷ সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ড. মোমেন আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে বিশেষ নজর রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এ আইনটি পরিবর্তন করতে বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সে বিষয়টি আমেরিকা বলেছে।

 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন ও মোগলগাঁও ইউনিয়নে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনামুল হাবীব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।