ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
সময়: ০১:৫৫:৩৩ AM

২৪ ঘণ্টায় ৬ বাস,১ কারে আগুন

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
16-04-2025 01:55:33 AM
২৪ ঘণ্টায় ৬ বাস,১ কারে আগুন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে চলছে ১১তম দফার অবরোধ কর্মসূচি। এদিকে গত ২৪ ঘণ্টায় ৭টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।তিনি বলেন, আগুনে গত ২৪ ঘণ্টায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট পাঠানো হলেও ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধুমাত্র ৪টি অগ্নিকাণ্ডে।উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য গাড়ি।