ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
সময়: ১২:১১:১৪ AM

আলাল-ইশরাকের বাসায় পুলিশের তল্লাশি

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
22-08-2025 12:11:14 AM
আলাল-ইশরাকের বাসায় পুলিশের তল্লাশি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আজ রোববার সকালে ওই বাসায় তাকে না পেয়ে বাসার প্রতিটি কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এরপর দুপুর পৌনে ১২টার দিকে মোয়াজ্জেম হোসেন আলালের বনানীর বাসায় যান ডিবি সদস্যরা। রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নিজেই বিষয়টি  নিশ্চিত করেন।তিনি বলেন, ‘লালমাটিয়ার পর এখন বনানীর বাসায় ১৪ থেকে ১৫ জন ডিবি সদস্য তল্লাশি চালাচ্ছেন। বাসার প্রতিটি রুমে তল্লাশি করা হচ্ছে।’এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে তল্লাশি করছে পুলিশ।