ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১২:৪৮:৩৮ PM

খালেদা জিয়া সকালে আবার কেবিনে

স্টাফ রিপোটার।।দৈনিক সমবাংলা
05-04-2025 12:48:38 PM
 খালেদা জিয়া সকালে আবার কেবিনে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।  সকালে একটু স্বাভাবিক হলে বেগম জিয়াকে সিসিইউ  থেকে  আবার কেবিনে নেওয়া হয়েছে।সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে বেগম খালেদা জিয়ার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। আজ বেলা ১১টায় আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। শামসুদ্দিন দিদার বলেন আমরা ম্যাডামের শারিরিক অবস্থা নিয়ে খুবই উৎকন্ঠিত।  গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে খালেদা জিয়াকে বেশ কয়েক দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।