ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫,
সময়: ১২:৫০:২৮ AM

যুবদ‌লের তারণ‌্য ধ‌রে রাখ‌তে হ‌বে: আলাল

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
19-08-2025 12:50:28 AM
যুবদ‌লের তারণ‌্য ধ‌রে রাখ‌তে হ‌বে: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সমা‌বে‌শে যুবদ‌লের যে উপ‌স্থিতি ও তারণ‌্য, ‘বিশিষ্ট দুশ্চিন্তাবিদ’ ও ‘চোগলখোর’ শেখ হাসিনাকে বিদায় করতে হলে এই তারণ্যকে ধরে রাখতে হবে।সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।আলাল বলেন, ‘বিগত কর্মসূচিগুলো পালন করতে গিয়ে যে ভাইদের হাত নষ্ট হয়েছে আপনাদের সেই হাতকে আমাদের হাতে নিয়ে নেব। যাদের পা গিয়েছে তাদের পায়ের পরিবর্তে আমাদের পা দীর্ঘ পদক্ষেপ নেবে।যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘প্রতিটি সমাবেশ ও মিছিলে একজন পতাকা নারায় লাল পাঞ্জাবি পরা। তার যে তারণ্য এই তারণ্য যারা আগামীতে ধরে রাখতে পারবে তারাই বিজয় লাভ করবে। কারণ বিশিষ্ট দুশ্চিন্তাবিদ ও চোগল খোর শেখ হাসিনা বিদায় করতে হলে এরকম তারণ্যকে ধরে রাখতে হবে। আসুন আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই।’

 

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।