ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ১২:৪২:১৮ PM

‘নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
05-04-2025 12:42:18 PM
‘নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসকদের ‘সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।জাহিদ বলেন, চিকিৎসকদের বোর্ড এখন দিনে দুই থেকে তিনবার বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছে।গত ১০ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে যান। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।