ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সময়: ০৪:২৮:৪৫ AM

খাগড়াছড়ি প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছে ১৪শ পরিবার

এ কে আজাদ, খাগড়াছ‌ড়ি জেলা সংবাদদাতাঃঢাকাপ্রেস২৪.কম
23-11-2024 04:28:45 AM
খাগড়াছড়ি প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছে  ১৪শ পরিবার

খাগড়াছড়ি জেলায় নতুন করে প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ১৪শ ৬৬ পরিবার। এরমধ্যে জেলার সবচেয়ে বেশি ঘর দেয়া হচ্ছে দীঘিনালা উপজেলায়। সেখানে ৩শ ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।মঙ্গলবার (২১ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সিনিয়র সহকারী কমিশনার মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সারাদেশের মত খাগড়াছড়ির উপকারভোগী পরিবারের

নিকট ঘর হস্তান্তর করবেন।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা সদর উপজেলায় ১৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৩৫০টি, পানছড়িতে ১২৭টি, রামগড়ে ১৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গায় ১৫০টি, মানিকছড়িতে ২২৫টি এবং লক্ষীছড়িতে ১৯০টি হস্তান্তর করা হবে।

 

জেলা প্রশাসক জানান ২০২২-২৩ অর্থ বছরে ১৯শ ৩৩টি পরিবারের জন্য ঘর নির্মাণের বরাদ্ধ পেয়েছেন এসব ঘর নির্মাণে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা করে ব্যয় ধরা হয়েছে।