বান্দরবানের থানচিতে নিষেধাজ্ঞা অমান্য করে ঘুরতে আসায় ৫ পর্যটককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। থানচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর এ জরিমানা প্রদান করেন। পর্যটকরা হলেন- কুমিল্লা জেলা বাসিন্দা হৃদয় কুমার রায় (২২), দীনবন্ধু কর্মকার (২৪), সাজ্জাদ হোসেন (২৫), সৌমেন মজুমদার (২৪) ও অপূর্ব দেবনাথ (২৩)।জানা যায়- গত ১৫ মার্চ ঢাকা থেকে ৫ জনের একটি বান্দরবানে বেড়াতে আসে। পরে থানচির ট্যুর গাইড বুদ্ধি চন্দ্র ত্রিপুরার সহযোগিতায় তারা রেমাক্রী ইউনিয়নের বিভিন্ন পর্যটন স্পট ঘুরতে যায় । আমিয়াখুম, ঙাফাখুম, সাতভাইখুমসহ কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে আজ সোমবার বিকালে পর্যটকরা থানচি থেকে চলে আসার সময় বিজিবি চেক পোস্ট এ জিজ্ঞাসাবাদ করা হলে তারা পর্যটক বলে স্বীকার করে। পরে বিষয়টি থানচি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী অফিসার নিষেধাজ্ঞা অমান্য করে ঘুরতে আসায় ৫ পর্যটককে ১ হাজার টাকা এবং তাদেরকে সহযোগিতা করায় ট্যুর গাইডকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুর বলেন- গত ১৫ মার্চ স্থানীয় এক ট্যুর গাইডের সহযোগিতায় ঢাকা থেকে ৫ জনের একটি টিম বান্দরবানের থানচিতে ঘুরতে আসে। নিষেধাজ্ঞা অমান্য করে ঘুরতে আসায় ২শ টাকা করে ৫ পর্যটককে ১ হাজার ও তাদেরকে সহযোগিতা করায় ট্যুর গাইডকে ১ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, পাহাড়ে জঙ্গী বিরোধী অভিযানের কারনে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৪ মার্চ থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিস্ট কালের জন্য ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন।