ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪,
সময়: ১১:২২:০৫ PM

বাকেরগঞ্জে গৃহবধূকে প্রতিপক্ষের মারধর !

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম
03-12-2024 11:22:05 PM
বাকেরগঞ্জে গৃহবধূকে প্রতিপক্ষের মারধর !

বরিশালের বাকেরগঞ্জ নারীকেল পাড়াকে কেন্দ্র করে গৃহবধূ মোরশেদা বেগম (৩২) কে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ১১ টায় নিজ হাওলাদার বাড়ির ভিতরে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই থানার কাকরদা গ্রামের বাসিন্দা কালাম হাওলাদার স্ত্রী । বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আহত সূত্রে জানা যায়, আহত গৃহবধূর দেবর আমিন তাদের যৌথ সম্পত্তি নিজেদের মতো করে বা বাটোয়ারা এবং ভোগ দখল করে। তারা স্থানীয় কোন সালিশ মীমাংসার তোয়াক্কা করে না । ঘটনার দিন যৌথ জমির নারিকেল গাছ থেকে আলামিন জোরপূর্বভাবে নারিকেল পাড়া চেষ্টা করে ।এ সময় তাকে বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে যায় । পরে আলামিন তার ছেলের তৃষান হাওলাদার স্ত্রী শিল্পীসহ দুই তিন জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় ঘর দুয়ার ভাঙচুর সহ স্বর্ণের কানের দুল ও চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরের স্থানীয়রা আহতকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।