ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫,
সময়: ১১:২২:০০ AM

করমণ্ডল দুর্ঘটনার অভিঘাতে শোকস্তব্ধ

ডেস্ক নিউজ।। দৈনিক সমবাংলা
05-07-2025 11:22:00 AM
করমণ্ডল দুর্ঘটনার অভিঘাতে শোকস্তব্ধ

দুপুর সওয়া ৩টে নাগাদ হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে পড়ে চার দিকে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬০, আহত ৬৫০ জনেরও বেশি। ঘটনার অভিঘাতে শোকস্তব্ধ গোটা দেশ। সমাজমাধ্যমে শোকপ্রকাশ করলেন বলিউড, টলিউড, দক্ষিণী ছবির তারকারা।