অভিনেত্রীর উপর হামলার ঘটনায় পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। পুলিশ কেন সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, সরকারি তরফের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। অনুমিতা দত্তের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়ের সওয়ালের পরেই বিচারপতি হাওড়ার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ৮ মে, বুধবার হাওড়ায় দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। সঙ্গে ছিলেন মা-বাবা। ডোমজুড়ে একটি জায়গায় গাড়ি রাখা নিয়ে স্থানীয় দোকানদারের সঙ্গে বচসা থেকেই ঘটনার সূত্রপাত। অনুমিতার অভিযোগ, অভিযুক্তেরা তাঁর এবং পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। চোট লাগে অনুমিতার হাতে। অনুমিতা গাড়ির ভিতর থেকে ভিডিয়ো করার চেষ্টা করলে তাঁকে সজোরে ধাক্কা দেওয়া হয়। তাঁর হাত থেকে মোবাইলটি পড়েও যায়। এই শারীরিক নির্যাতনের কথা অভিযোগ আকারে জানাতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ অভিনেত্রীর। অনুমিতা দত্তের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতকে জানান, পুলিশ পরে এফআইএর নিলেও তদন্তের জন্য তাঁদের কাছেই সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠায়। পুলিশের এই আচরণে রীতিমতো ‘ক্ষুব্ধ’ বিচারপতি। তিনি সরকারি পক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আর দে, আউট অব দেয়ার মাইন্ড?’ এরপরই বিচারপতি হাওড়ার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন।