ঢাকা, সোমবার, ৪ নভেম্বর ২০২৪,
সময়: ০৭:২৫:৩২ AM

কেরানীগঞ্জে হামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল

মোঃ শাকুর খান শুভ,কেরানীগঞ্জ প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
26-09-2024 10:05:29 AM
কেরানীগঞ্জে হামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল

কেরানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ বাহার । আজ ২৫ সেপ্টেম্বর বুধবার স্থানীয় কদমতলী এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মলনে বিএনপি নেতা হাজী মো. বাহার বলেন, আমার জমিতে জোরপূর্বক দখল করার চেষ্টা করে জিনজিরার হাজি মোহাম্মদ সামসুল হকের লোকজন। তারা আমার উপর হামলা করছে।  এ বিষয়ে আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হাজি মোহাম্মদ সামসুল হক ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছি।  অপরদিকে তারাও উল্টো আমার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে। 
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করেছেন হাজী বাহার সমর্থকরা। মিছিলটি কদমতলী গোলচত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কদমতলীতে এসে শেষ হয়। এসময় জিনজিরা এলাকার বাসিন্দা মোহাম্মদ সামসুল হক ও তার ছেলে সিরাজুল হকের বিচারের দাবী জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে হাজি মোহাম্মদ সামসুল হক বলেন, সোমবার সকালে আগানগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক  হাজি মো. বাহার তার জমি দখল করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে আমার ছেলে ও একজন শ্রমিককে রক্তাক্ত জখম করে। আমার ছেলের কাছে বাহার ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।জমিসংক্রান্ত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের কথা স্বীকার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-রিদর্শক (সাব ইন্সপেক্টর) শরিফুল ইসলাম ।