ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ০৬:০১:১১ AM

বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়

জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম
05-04-2025 06:01:11 AM
বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়

বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২১মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে বরগুনার বেতাগী উপজেলার বড় মোকামিয়া এলাকায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ মন্তব্য করেন তিনি।ফখরুল বলেন, বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটের নিশ্চয়তা, প্রতিনিধি নির্বাচিত করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পার হয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যাবে।

 

তিনি আরও বলেন, সমাজকে মুক্ত করতে হবে। মানুষের চিন্তার স্বাধীনতা দিতে হবে। কথা বলার স্বাধীনতা দিতে হবে। লেখার সুযোগ দিতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে।

 

এর আগে বিকেল তিনটার দিকে বেতাগী পৌঁছান তিনি। এরপর তিনি বড় মোকামিয়া নূরজাহান আইডিয়াল গার্লস স্কুল ও কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।