ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৬:২২:০০ PM

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-10-2024 04:53:55 PM
ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দুর্গাপূজা পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দিরে গেলেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১২ অক্টোবর) দুর্গাপূজা পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।এর আগে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার বিকেলে দুর্গাপূজা পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দিরে যাবেন বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সেখানে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।