ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫,
সময়: ০৯:১৬:৩২ AM

ভার্চুয়াল সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-11-2025 09:54:25 PM
ভার্চুয়াল সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

প্রবাসে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে দলের একটি ভার্চুয়াল সভায় বক্তব্য রেখেছেন জাইমা রহমান। রবিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল।জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা। সভা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,“থ্যাংক ইউ সবাই। এত পরিশ্রম করে আপনারা সভায় অংশ নিয়েছেন, বিভিন্ন চিন্তা-ভাবনা ও সমস্যা–সম্ভাবনার কথা বলেছেন—এর জন্য ধন্যবাদ। আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করেছি। রিজভী আংকেল ও পাভেল আংকেল নোট নিয়েছেন। সেন্ট্রালি আমরা কতটুকু করতে পারি, তা দেখব। কাজটা যেন এগিয়ে যায়, সবার সঙ্গে সবার যোগাযোগ থাকা জরুরি। আমরা একে অন্যকে সাহায্য করা উচিত। খোকন আংকেলও সময় অনুযায়ী কীভাবে কাজ করতে হবে তা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যেন দেরি না হয়। স্কেজুয়াল অনুযায়ী কাজগুলো প্রাধান্য দিয়ে করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।”

সভায় ইউরোপীয় দেশসমূহের প্রতিনিধিদের সঙ্গে প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন জানান,
“ব্যারিস্টার জাইমা রহমান রবিবার একটি ভার্চুয়াল সভায় যোগ দেন এবং বক্তব্যও রাখেন। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।”

রাজনীতিতে এখনও আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও প্রবাসীদের ভোটার নিবন্ধন ও সাংগঠনিক কার্যক্রমসংক্রান্ত এ ধরনের দলীয় সভায় এই প্রথম অংশ নিলেন জাইমা রহমান।

এর আগেও তিনি দলের প্রতিনিধি হিসেবে ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করেন। ওই প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের ভূমিকা নিয়ে। তখন তিনি বলেন,
“সময় পরিস্থিতি বলে দেবে।”

২০০৮ সালে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে যাওয়ার পর জাইমা রহমান সেখানে স্কুল, কলেজ ও উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তিনি লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল এবং কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।